মিসরে বাংলাদেশীরা নিরাপদে রয়েছে-পররাষ্ট্র মন্ত্রণালয়
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি সমর্থকদের ওপর সামরিক বাহিনী রক্তক্ষয়ী অভিযান সত্ত্বেও সেদেশে বাংলাদেশীরা নিরাপদে রয়েছে। ওই অভিযানে অন্তত ১৪৯ জন মুরসি সমর্থক নিহত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃসম্প্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহমেদ বলেন, আমাদের অনুমিত হিসাব অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার বাংলাদেশী বর্তমানে মিসরে রয়েছে এবং কায়রোয় আমাদের দূতাবাস থেকে প্রাপ্ত তথ্যে জানতে পেরেছি, সেখানে সকল বাংলাদেশী নিরাপদ রয়েছে। তিনি বলেন, কায়রোয় বাংলাদেশের রাষ্ট্্রদূত মিজানুর রহমান ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, বিক্ষোভকারীদের দুটি ক্যাম্পে নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর কারণে দূতাবাস কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন, দূতাবাস এখন পর্যন্ত কোনো বাংলাদেশীর হতাহতের খবর পায়নি।