জাতিসঙ্ঘ প্রতিনিধিকে ‘পতিতা’ বললেন বৌদ্ধ ভিক্ষু
জাতিসঙ্ঘের একজন বিশেষ প্রতিনিধিকে ‘দুশ্চরিত্রা’ ও ‘পতিতা’ বলায় এক বৌদ্ধ ভিক্ষুকে নিন্দা জানাতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান।
আশিন উইরাথু নামের ওই বৌদ্ধ ভিক্ষুর মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘যৌনতা সম্পর্কিত’ বলে বর্ণনা করেন জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক প্রধান।
জাতিসঙ্ঘের দক্ষিণ কোরিয়া প্রতিনিধি ইয়াংঘি লিকে উদ্দেশ করে একটি র্যালিতে এমন মন্তব্য করেন আশিন উইরাথু। গত সপ্তাহেই মিয়ানমার সফরে গিয়ে সংখ্যালঘু মুসলিমদের দুর্দশায় উদ্বেগ জানান জাতিসঙ্ঘের ওই প্রতিনিধি।
মুসলিম-বিরোধী সহিংসতা উস্কে দেয়ার দায়ে প্রায় এক দশক জেল খাটেন আশিন উইরাথু।
মিয়ানমারকে একটি বৌদ্ধ রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত রাখতে মুসলিমদের বর্জন করবার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন আশিন উইরাথু।