ব্রিটেনে নির্বাচনের পর ইরাক যুদ্ধের রিপোর্ট
ব্রিটেনে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের পরই ইরাক যুদ্ধের রিপোর্ট জমা দেয়া হবে। তদন্ত কমিটির প্রধান স্যার জন চিলকোট এ কথা বলেছেন।
চিলকোট দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে এ বিষয়ে একটি চিঠি দেবেন। চিঠিটিতে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে রিপোর্টটি প্রকাশ করা হবে না বলে নিশ্চিত করা হবে। টনি ব্লেয়ারের শাসনামলে ২০০৩ সালে সাদ্দাম সরকারকে দমনের নামে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাক যুদ্ধে অংশগ্রহণ ও ২০০৯ সাল পর্যন্ত সেখানে সেনা মোতায়েন রাখে যুক্তরাজ্য। যুদ্ধে সম্পৃক্ততার কারণ অনুসন্ধানে ২০০৯ সালে একটি কমিটি তাদের কাজ শুরু করে। সর্বশেষ ২০১১ সালে জনসমে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। রিপোর্টটি আগামী ফেব্রুয়ারির শেষে প্রকাশ করার কথা ছিল।
এ দিকে রিপোর্টটি প্রকাশের সময় পিছিয়ে দেয়ার সমালোচনা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী নিক কেগ। তিনি এ ঘটনাকে ‘অচিন্তনীয়’ বলে উল্লেখ করেছেন।