মহানবীকে নিয়ে কটুক্তিকারীর শাস্তি দাবীতে মানববন্ধন
মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তিকারী সেই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র জুয়েল চন্দ্র দাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে মানববন্ধন করেছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিার্থীরা। বৃহস্পতিবার ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে তারা জুয়েলকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। এসময় বিুদ্ধরা জুয়েলের কুশপুত্তলিকা দাহ করে।
প্রসঙ্গত; ‘গ্রাম্য ছেলে শামীম’ নামের ফেসবুক আইডিতে সম্প্রতি প্রধান বিচারপতি শপথপ্রাপ্ত এসকে সিনহাকে নিয়ে স্ট্যাটাস দেয়া হয়। ওই স্ট্যাটাসে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক বিভাগের ৬ষ্ঠ বর্ষের ছাত্র জুয়েল চন্দ্র দাস হযরত মুহাম্মদ (সা:) কে ‘লেংড়া মোহাম্মদ’ উল্লেখ করে কটুক্তিকর মন্তব্য করেন। এর প্রেেিত পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন ঘটনা তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন করে।