প্রধানমন্ত্রীর আমন্ত্রনে নৈশভোজে টাইগাররা
আগামী ২৪ জানুয়ারি বিশ্বকাপে অংশ গ্রহণের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নৈশভোজ সারলেন বিশ্বকাপগামী ক্রিকেটাররা। অগেই বিশ্বকাপগামী দলকে নৈশ্যভোজের দাওয়াত দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বুধবার রাতে গণভবনে হাজির হয় বিশ্বকাপগামী ক্রিকেটাররা।
ক্রিকেটারদের সাথে আরও ছিলেন ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে ও বিশ্বকাপ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
এ সময় বিশ্বকাপ দলকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হার-জিত খেলারই অংশ। তবে আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। দেখিয়ে দিতে হবে আমরা টাইগার।
এক পর্যায়ে প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেন দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।