সৌদি বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল

Abdullahসৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা যান। এদিকে তার ভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হয়েছেন।
মৃত্যুকালে আবদুল্লাহ বিন আবদুল আজিজের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি নিউমোনিয়াজনিত সমস্যায় গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। নলের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল।
সৌদি রাজসভার দেয়া বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এএফপি জানায়, শুক্রবার বাদ আসর আবদুল্লাহর লাশ দাফন করা হবে। একই সঙ্গে ৭৯ বছর বয়সী নতুন বাদশার প্রতি আনুগত্য প্রকাশের জন্য রাজ প্রাসাদে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
এদিকে আবদুল্লাহর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি রাজপরিবার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আরব বিশ্বে সৌদি আরব তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button