৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ ইংলাক
চালের ভর্তুকি নিয়ে দুর্নীতির মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অভিশংসন করে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার দেশটির পার্লামেন্টে ২১৯ জন আইনপ্রণেতার মধ্যে ১৯০ জন অভিশংসনের পক্ষে ভোট দেন।
ভোটের পূর্ণ ফলাফল এখনো জানা না গেলেও ইংলাকের অভিশংসন ও নিষিদ্ধের বিষয়টি পাস হয়েছে বলে নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো।
এদিকে দিনের শুরুতে দেশটির অ্যাটর্নি জেনারেল ঘোষণা দেন, খাদ্যশস্যের এক সরকারি প্রকল্পে প্রচুর পরিমাণ আর্থিক দুর্নীতির দায়ে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
অভিযোগ গঠনের পর আদালতে তা প্রমাণিত হলে ইংলাকের ১০ বছরের জেল হতে পারে।
গত বছর মে মাসে দেশটির একটি আদালতের রায়ে পদচ্যুত হন ৪৭ বছর বয়সী ইংলাক। এরপর সেনাবাহিনী দেশটির শাসনভার গ্রহণ করে।