সৌদি বাদশাহর মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে বাংলাদেশে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শোক ও সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে এক শোকবার্তায় রাষ্ট্রপতি সৌদি বাদশাহর রুহের মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত রাজকীয় পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান।
এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুইটি পবিত্র মসজিদের হেফাজতকারী বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নুতন সৌদি বাদশাহ হয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের ভাই প্রিন্স সালমান।