সৌদি বাদশার মৃত্যুতে খালেদার শোক
সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, বাদশা আব্দুল আজিজের মৃত্যুতে পুরো মুসলিম জাতি একজন অভিভাবক হারিয়েছে। এ ক্ষতি পূরণ হবার নয়।
মুসলিম দেশগুলোর মাঝে সম্পর্ক উন্নয়নে বাদশার ভূমিকা অনস্বীকার্য। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এদিকে অপর এক বার্তায় বেগম খালেদা জিয়া সৌদি আরবে নতুন বাদশা হিসেবে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।