তেল উৎপাদন ৪ লাখ ব্যারেল বাড়িয়েছে সউদী আরব
সউদী আরব বর্তমান তেল উৎপাদন ক্ষমতার চেয়ে চার লাখ ব্যারেল উত্তোলন বাড়িয়েছে। এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানা যায়, সউদী আরব দেশটির প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও আমেরিকায় নিযুক্ত সাবেক সউদী রাষ্ট্রদূত প্রিন্স বন্দর বিন সুলতানকে দায়িত্ব দিয়েছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির এক রিপোর্টে বলা হয়, গত মাস থেকে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন দৈনিক চার লাখ ব্যারেল বাড়িয়েছে সউদী আরব। গত জুলাই মাসে রিয়াদের অপরিশোধিত তেল উৎপাদন দাঁড়িয়েছে দৈনিক ৯৯ লাখ ৯০ হাজার ব্যারেল। এভাবে, আগামি চার বছরে সউদী আরব দৈনিক সাড়ে পাঁচ লাখ ব্যারেল তেল বেশি উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় তেল কোম্পানি এআরএমসিও।