মিশরের অন্তরবর্তী ভাইস প্রেসিডেন্ট এলবারাদির পদত্যাগ
মিশরে সংঘটিত রক্তপাতের দায় এড়াতে পদত্যাগ করেছেন দেশটির অন্তরবর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট এলবারাদি। বুধবার সেনা অভিযানে শতাধিক মুরসি-সমর্থক নিহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি ও সিএনএন এই তথ্য জানায়। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পদত্যাগের আগে এলবারাদি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মিশরে ঘটে যাওয়া রক্তপাতের দায়িত্ব নিতে পারবেন না তিনি।
এলবারাদি গত নির্বাচনে ব্রাদারহুড-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মুরসির বিরোধিতা করেন। মুরসিবিরোধী আন্দোলনের এই নেতা কট্টর সেক্যুলারদের প্রতিনিধিত্ব করছিলেন।
সেনাবাহিনী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর আদলি মানসুরকে অন্তর্র্বতী সরকারের প্রধান ও এলবারাদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়।
বুধবার মুরসি-সমর্থকদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর পর দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করে সেনা-সমর্থিত অন্তর্র্বতী সরকার। এরপর পদত্যাগ করেন অন্তর্র্বতী সরকারের ভাইস প্রেসিডেন্ট এলবারাদি।