রানী এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক শাসক
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ৯০ বছর বয়সে বৃহস্পতিবার রাতে চলে গেলেন। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজা। তার মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক শাসক হলেন রানী এলিজাবেথ। ৮৮ বছর বয়স্ক রানী এলিজাবেথ ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি ব্রিটিশ সামাজ্য শাসন করছেন। মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসা রানী ২০১২ সালে ‘গোল্ডেন জুবিলি’ উদযাপন করলেন।
তবে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী শাসক হলেও শাসনের সময়কালের হিসেবে রানী দ্বিতীয় (৬৩ বছর ধরে)। ৬৮ বছর ধরে শাসন করে থাই রাজা নবম রামা শীর্ষস্থানে রয়েছেন।
বিশ্বের বয়স্ক ৫ রাজা-রানীর নামঃ
১) কুইন ইলিজাবেথ জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের এপ্রিল মাসে।
২) সুলতান আবদুল হালিম মু’আদযাম জন্মগ্রহণ করেন ১৯২৭ সালের নভেম্বরে
৩)কিং ভূমিবল আদিউলাদেজ জন্মগ্রহণ করেন ১৯২৭ সালের ডিসেম্বরে
৪) কিং কিং সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের জুনে
৫)কিং শাইখ হুমাইদ বিন রাশিদ আল-নিউয়ামি জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে