মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজা সম্পন্ন

Kokoবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম নামাজে জানাজা রোববার মালয়েশিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে নেগারায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন মসজিদে নেগারার ইমাম। জানাজায় মালয়েশিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী শরীক হন। পরে তার লাশ ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয় হাসপাতালের হিমঘরে রাখা হয়। মালয়েশিয়ার বিএনপি নেতা প্রকৌশলী বাদলুর রহমান ও মাহবুব আলম শাহ এ তথ্য জানান।
এদিকে কোকোর লাশ বাংলাদেশে আনার জন্য সৌদি আরব থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু। খালেদা জিয়ার ছোট ভাই শামিম এস্কান্দার গতরাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এছাড়া সাবেক এমপি নূরুল ইসলাম মনি, শরফুদ্দিন আহমেদ সেন্টুসহ আরো বেশ কয়েকজন বিএনপি নেতা মালয়েশিয়া গেছেন।
কোকোর বড় ভাই তারেক রহমানের ঘনিষ্ট এক নেতা জানান, কোকোর লাশ কখন বাংলাদেশে আনা হবে সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। এটা নির্ভর করছে তারেক রহমানের মালয়েশিয়া আসার উপর। তারেক রহমান লন্ডন থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দিতে পারেন বলে জানান তিনি। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার কোকোর লাশ দেশে আনা হতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button