খালেদা জিয়ার কার্যালয়ে বৃটিশ হাইকমিশনার
সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যান বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। রবিবার বিকাল ৪টা ১০ মিনিটে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
এর কিছুক্ষণ পরই কার্যালয়ে প্রবেশ করেন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত। দুই রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করেন এবং বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফিরে যান।