ব্রাদারহুডের শীর্ষ নেতার মেয়ে নিহত
মিশরের রাজধানী কায়রোতে সেনাবাহিনীর গণহত্যায় মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মাদ বেলতাগির ১৭ বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। কায়রোয় সেনাবাহিনীর উচ্ছেদ অভিযানের সময় তিনি নিহত হন। উচ্ছেদ অভিযানের পর কায়রো বিশ্বাবিদ্যালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, সেনাবাহিনী ও মুরসি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বৃটেনের স্কাই টেলিভিশন চানেলের এক ক্যামেরম্যান নিহত হয়েছেন। স্কাই কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।