নরসিংদীতে ডাকাত সন্দেহে ৭ জনকে পিটিয়ে হত্যা
নরসিংদীর সদরের ভাটপাড়ায় এলাকায় ডাকাত সন্দেহে ৭ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও একজন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থালে ভীড় জমিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ব্যাপারে প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার ভোর রাতে নিহত ৭ জনসহ আরও কয়েক জনকে এলাকাবাসী সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় কয়েকজন ডাকাত ডাকাত বলে মাইকে প্রচার করতে থাকলে এলাবাসী জড়ো হয়ে সন্দেহজনক ব্যক্তিদের ওপর চড়াও হয়ে্ এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন ওই ৭ জন। আহত হন আরও একজন। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।