ছেলের লাশের সামনে অশ্রুসিক্ত খালেদা জিয়া
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশের সামনে বাকরুদ্ধ হয়ে পড়লেন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুধু তাকিয়ে থাকলেন আর অঝোরে কাঁদলেন। এ সময় উপস্থিত সকলের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। কাছের মানুষ হারানোর এক নিষ্ঠুর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
মঙ্গলবার দুপুরে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর পর আরাফাত রহমান কোকোর লাশ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সামনে নিয়ে যাওয়া হলে এই দৃশ্যে অবতারণা ঘটে।
কফিন খোলার পর একটি গিলাফ দিয়ে কোকোর লাশ ঢেকে দেয়া হয় এবং তার স্ত্রী শামিলা রহমান সিঁথি ২ মেয়ে জাহিয়া ও জাইসাকে নিয়ে ওপরে যান। যেখানে অপেক্ষা করছিলেন পুত্রশোকে কাতর বেগম খালেদা জিয়া।
কিছুক্ষণ পর খালেদা জিয়ার দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী দুই পাশ থেকে ধরে অশ্রুসিক্ত খালেদা জিয়াকে নিচে নামিয়ে আনেন।
খালেদার দুই ছোট ভাইয়ের পরিবারের সদস্য, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবালমান্দ বানু এবং কোকোর শ্বশুড়বাড়ির লোকজনও সেখানে ছিলেন।