দুই নেত্রীকে এরশাদের চিঠি

দেশের চলমান সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রবিবার সন্ধ্যায় এরশাদের পক্ষ থেকে দুই নেত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় পার্টির সহ-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় পার্টির সহ-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের হাতে চিঠিটি দেন।
এরপর তিনি সন্ধ্যা সোয়া ৭টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে এরশাদের চিঠিটি দেন।
চিঠিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক সহিংসতা নিরসনে সংলাপ খুবই জরুরি। এরশাদ নিজেকে বয়োবৃদ্ধ উল্লেখ করে বলেন, দেশের স্বার্থে সংলাপ শুরু করা দরকার। তিনি সংলাপে মধ্যস্থতা করতে রাজি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button