ফ্রান্সে মেয়ে শিশুদের নাম নিউটেলা রাখতে নিষেধাজ্ঞা
ফ্রান্সের মেয়ে শিশুদের নাম ‘নিউটেলা’ রাখতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। কেননা, আদালত মনে করে, এই নামে ডাকলে তাদের উপহাস করা হয়। কেননা, নিউটেলা নামে বাদামের একটি ভোগ্যপণ্য সে দেশের বাজারে রয়েছে।
তবে এ নামে যেসব শিশু রয়েছে তাদের এ নামের পরিবর্তে ‘এলা’ বলে ডাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার দেশটির একটি আদালতে এ আদেশ দেওয়া হয়েছে।
বিচারক বলেন, যেহেতু নামটি একটি পণ্যের ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। সেহেতু এ নামে ডাকলে শিশুটির ভাবনায় একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া এর মাধ্যমে তাকে উপহাস করা হচ্ছে বলেও ভাবতে পারে শিশুটি।
ফ্রান্সে সাধারণত বাবা-মারা তাদের ইচ্ছামতো সন্তানের নাম রাখতে পারেন। তবে প্রসিকিউটররা নামটি সঠিক মনে না করলে তারা পারিবারিক আদালতে যেতে পারেন। নিউটেলা নামটি নিয়ে আদালতে যান প্রসিকিউটররা।