কোকোর জন্য ব্রিকলেইন মসজিদে দোয়া মাহফিল

Bricklaneসাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মঙ্গলবার বাদ আছর ব্রিকলেইন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরিবারের পক্ষ থেকে লন্ডনে অবস্থানরত তার বড়ভাই বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এ মাহফিলের আয়োজন করেন।
দোয়া পূর্ববর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান আবারো তার প্রাণপ্রিয় ছোট ভাই আরাফাত রহমানের আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। একই সাথে তিনি তার বাবা জিয়াউর রহমান এবং চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
দেশে অবস্থানরত তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ও দেশে চলমান আন্দোলনে সংগ্রামের আহতদের সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া কামনা করেন তারেক রহমান। আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
ব্রিকলেইন মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমানের পরিচালনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী
পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. কেএমএ মালিক, সেইফ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, ফোর্ডস্কয়ার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সাদিকুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, আকতার হোসেন, গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাবেল, তাজউদ্দিন, শামসুর রহমান মাহতাব, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবদল আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুবদল নেতা আব্দুল বাছিত বাদশা, মঞ্জুর আশরাফ খান, শাহরিয়ার জুনেদ, লাহিন আহমদ, আফজাল হোসেন,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির আহমদ শাহিন, জাসাস সভাপতি এম এ সালাম প্রমুখ।
দোয়া মাহফিলে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সফলতা কামনা করা হয়।
এর আগে রবিবার লন্ডনের আলতাফ আলী পার্কে গায়েবানা জানাজায় অংশ নিয়ে তারেক রহমান তার ছোটভাই আরাফাত রহমান কোকো, মা বেগম খালেদা জিয়া ও সামপ্রতিক আন্দোলনে নিহতদের জন্য প্রবাসী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button