কঠোর পদক্ষেপ নিতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
নাশকতা কর্মকান্ড দমনে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা অগ্রগণ্য। এ ক্ষেত্রে যেকোনো ব্যবস্থা গ্রহণের স্বাধীনতা পুলিশের দেয়া হচ্ছে।
তিনি বলেন, নাশকতা কর্মকান্ড যেকোনো উপায়ে দমন করতে হবে। এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেবো।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা শুধু জনগণের জান-মালের নিশ্চয়তা দিতে প্রয়োজনে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করুন।
তিনি বলেন, দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। তারা আশা করে কঠোর হস্তে এসব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করা হবে।