ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ১৭ সেনা নিহত
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ১৭ সেনা নিহত হয়েছে। এছাড়া, এক সেনাকে আটক করেছে এবং অন্তত ছয় সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার রয়েছে। ইসরাইল এ খবর নিশ্চিত করেছে। এরইমধ্যে ইসরাইলের শীর্ষ সেনা কমান্ডাররা জরুরি বৈঠকে বসেছে।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এ হামলায় দায় স্বীকার করেছে। সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের শেবা খামার এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর দিয়েছে ইরানের প্রেস টিভি।
ইরানের ফার্স নিউজ জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের অন্তত নয়টি সামরিক যানে হামলা চালায়। তবে, ক্ষেপণাস্ত্র, নাকি কামানের গোলা বর্ষণ করা হয়েছে তা স্পষ্ট নয়।
এদিকে, ইসরাইলের হাইফা ও রাশবিনা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলের প্রধান সড়কগুলোতে জনসাধারণ ও যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে, হামলার জবাবে ইসরাইলও লেবাননের ভেতরে অন্তত ২৫টি গোলা ছুঁড়েছে।