সিলেটে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল
সিলেট জেলা ও মহানগরে আগামী রবিবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলায় আসামি করা এবং সিলেটের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও বাসাবাড়িতে তল্লাশির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগরে আগামী রবিবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, রবিবার সকাল ৬টায় শুরু হওয়া এই হরতাল শেষ হবে সোমবার সন্ধ্যা ৬টায়।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলায় আসামি করার প্রতিবাদে এর আগে ছাত্রদল রবিবার সিলেটে হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল।