সৌদি আরবের আর্থিক প্রবৃদ্ধিতে অনন্য অবদান বাদশাহ সালমানের
দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান রিয়াদের গভর্নর হিসেবে তার পূর্ব অভিজ্ঞতার সুবাদে দেশের অর্থনীতিকে আরো উন্নতি অগ্রগতির পথে পরিচালিত করবেন বলে বিশ্বাস ব্যক্ত করেন পর্যবেক্ষকরা। ইতোপূর্বে রিয়াদের গভর্নর হিসেবে তিনি দারুণ সাফল্য অর্জন করেন এবং তখনকার শাসকমন্ডলীর অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপিত করেন। উল্লেখ করেন কয়েকজন শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতি বিশেষজ্ঞ।
আরব কন্ট্রাক্টরস ইউনিয়নের প্রেসিডেন্ট তথা সৌদী চেম্বারের জাতীয় ঠিকাদার পরিষদের প্রধান ফাহাদ আল হামাদি বলেন, সেবাখাতের কর্মকান্ডে নতুন নতুন ইমারত নির্মাণে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বাণিজ্য ও বিনিয়োগ কর্মকান্ডের সুচারু সঞ্চালনের মাধ্যমে রিয়াদের রূপান্তর ঘটিয়েছেন বাদশাহ সালমান।
আল হামাদি আরো বলেন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছেন বাদশাহ সালমান। সৌদী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠায় এবং শিল্প এলাকার সম্প্রসারণে সর্বপ্রথম উদ্যোগী ভূমিকায় এগিয়ে আসেন বাদশাহ সালমান। তার উদ্যোগের পরিণামে শহরে ব্যবসায়িক কর্মকান্ড প্রাণবন্ত হয়েছে।
বাদশাহ সালমান বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ সাহায্য সরবরাহ করেন এবং ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসেন। এর পরিণামে সৌদী অর্থনীতি বিশেষত ঠিকাদারি কর্মকান্ড ও বৃহৎ শিল্প তাদের লক্ষ্য অর্জনে সাফল্য পেয়েছে। বদান্যতা প্রদর্শনে, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে এবং দেশের উত্তরাধিকার সংরক্ষণে বাদশাহ সালমানের অগ্রণী ভূমিকায় থাকার কথা বিশেষভাবে উল্লেখ করেন আল হামাদি।
বাদশাহ আব্দুল আজিজ ও তার ভাইদের সঙ্গদানকালে ইতোপূর্বে বাদশাহ সালমানের ভূমিকা ও কর্মসাফল্যের উচ্চকণ্ঠ প্রশংসা করেন সৌদ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের প্রধান ইয়াসিন বিন আল সরুর। দায়িত্ব পালনে সাফল্য অর্জনের তার পূর্ব অভিজ্ঞতাবলে বাদশাহ সালমান দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ প্রশাসকের স্বীকৃতি লাভ করবেন- আশা প্রকাশ করেন আল সরুর। আল সরুর উল্লেখ করেন, পাঁচ দশকের বেশি সময় রিয়াদের গভর্নর থাকাকালে প্রায় ২ লাখ বাসিন্দা অধ্যুষিত রিয়াদের উন্নয়ন কাজ বাদশাহ সালমান নিজে তদারক করেন। রিয়াদের বর্তমান জনসংখ্যা হচ্ছে ৫০ লাখের বেশি।
দায়িত্বে আসীন থাকাকালে একের পর এক বহু বিশালায়তন অবকাঠামো নির্মাণ শুরু ও শেষ করেন বাদশাহ সালমান। প্রকল্পের তালিকায় শামিল ছিল, হাইওয়ে, হাসপাতাল, ইউনিভার্সিটি, স্টেডিয়াম, মিউজিয়াম ও রিয়াদ মেট্রো প্রকল্প। ২০১১ সালে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ লাভের পরপরই প্রশিক্ষণ কার্যক্রম ও অস্ত্রভান্ডার উন্নয়নকাজের গতি বাড়িয়ে তোলেন তিনি। আল সরুর বলেন, সৌদী সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া পরিদর্শন করেন তিনিই প্রথম।
রিয়াদ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ ফাহাদ আল হামাদি বলেন, রিয়াদে অবস্থানকালে বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রকল্পের কাজ সমাপ্ত করেন বাদশাহ সালমান।
রিয়াদ ইকোনোমিক ফোরামের (আরইএফ) কাজ নিজ তত্ত্বাবধানে সমাপ্ত করেন বাদশাহ সালমান। বড় ধরনের পুঁজির প্রবেশ ঘটতে পেরেছে যার ফলে রিয়াদে। তিনি আরো বলেন, দেশের নাগরিক ও অভিবাসীদের প্রয়োজনে শহরে শীর্ষ স্তরের জনসেবা প্রবর্তনও বাদশাহ সালমান স্বয়ং সুনিশ্চিত করেন।
–আরব নিউজ অবলম্বনে সৈয়দ আহমদ হোসেন