৭ বছর পর নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব
দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম জানান, সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী ড.আহমেদ এফ আলফাহেদ টেলিফোনে জানিয়েছেন, রবিবার বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর আরোপিত নিষেধজ্ঞা তুলে নিয়েছে দেশটির রয়েল কোর্ট।
সংবাদটি সৌদি আরবের দৈনিক আরব নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে বলেও জানান শহীদুল ইসলাম।
শ্রমিক নেয়ার প্রক্রিয়ার বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে আগামী সপ্তাহের মধ্যেই সৌদি সরকারের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে পারেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি।