মিসরের সহিংসতায় ২জন সাংবাদিক নিহত

Jurnaসেনা অভ্যুত্থানে পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য পরিচালিত মিসরের সরকারী বাহিনীর অভিযানের সহিংসতায় অজানা সংখ্যক জনতার সঙ্গে ২জন সাংবাদিক নিহত হয়েছেন।সাংবাদিকদের একজন হচ্ছেন ব্রিটেনের স্কাই নিউজের ক্যামেরাম্যান মিক ডিন (৬১) এবং অন্যজন দুবাই-ভিত্তিক সাপ্তাহিক এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার হাবিবা আব্‌দ আলআজিজ (২৬)।প্রেসিডেন্ট মুরসির পুনর্বহালের দাবিতে বিক্ষোভকারীদের ছয় সপ্তাহের অবস্থানগুলোকে ছত্রভঙ্গ করার জন্য বুধবার মিসরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়।সরকারী বাহিনীর অভিযানের ছবি তোলার সময় ডিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ১৫ বছর ধরে স্কাই নিউজের হয়ে কর্মরত ছিলেন। তিনি ওয়াশিংটন থেকে সম্প্রতি স্কাইয়ের জেরুজালেম অফিসে যোগ দেন।অন্য সাংবাদিক হাবিবা জন্মগতভাবে মিসরি। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এক্সপ্রেসের সহ-প্রতিষ্ঠান গালফ নিউজের তরফ থেকে বলা হয়েছে, হাবিবা ছুটিতে ছিলেন।এছাড়া সহিংসতার ছবি তোলার সময় আসমা ওয়াগিহ নামে রয়টার্সের একজন আলোকচিত্রীও আহত হয়েছেন। তার পায়ের পাতায় গুলি লাগে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এর বাইরেও মিসরী ও বিদেশি সাংবাদিকদের শারীরিকভাবে নির্যাতন  এবং গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button