চিকিৎসার্থে সাহায্যের আবেদন

Aklimaমোসাঃ আকলিমা আক্তার (আঁখি), বয়স-১৭ বছর, ঢাকা ডেমরা দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (ইংরেজি) ১ম বর্ষের মেধাবী ছাত্রী। পিতা-মৃত আবদুল করিম ভূঁইয়া, মাতা-মৃত নুরুন্নাহার বেগম, গ্রাম-ধনকুন্ডা, ডাকঘর-হরিনা বাজার, থানা-ভৈরব, জেলা-ময়মনসিংহ। পিতা-মাতার একমাত্র মেয়ে আঁখি। মা-বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে। মেধাবী আঁখির ভবিষ্যৎ চিন্তা করে আমি তার খালা নিজ দাযিত্বে নিয়ে আসি এবং পড়ালেখা করার সুযোগ করে দেই। শান্ত ও ন¤্র স্বভাবের আঁখি সবসময়ই কম কথা ও নীরবে থাকতো। কিন্তু এ নীরবতার মাঝেই লুকিয়ে ছিল তার শারীরিক অনেক অসুস্থতা। বাত জ্বরে আক্রান্ত হয়ে হাত পা ফুলে যায়। ফলে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি হাসপাতালে) এবং পরে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে নিলে চিকিৎসকগণ জানান, আঁখির হার্টের একটি বাল্ব নষ্ট। অপরটিও ধীরে ধীরে অকেজো হয়ে যাচ্ছে। হার্টের বাল্বে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায় রক্ত জমাট বেঁধে আছে। জরুরিভাবে “ওপেন হার্ট” অপারেশন করে হার্টে নতুন বাল্ব সংযোজন না করালে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আঁখিকে চিকিৎসার মাধ্যমে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। এ পর্যন্ত ধার দেনা করে আঁখির চিকিৎসা বাবদ প্রায় ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা খরচ করেও কোন সুরাহা করতে পারিনি। তার উপর কোথা থেকে যোগাড় করবো এত টাকা। আঁখির খালু আদমজী নগর ইপিজেডের রোমান এ্যাপারেলস গার্মেন্টস এ সামান্য বেতনে কোয়ালিটি চেকার। বাসা ভাড়া, তিন সন্তানের পড়ালেখার খরচ, চিকিৎসা চালানোসহ ৬ জন খানেওয়ালা সদদ্য নিয়ে এ দুর্দিনে বড়ই হিমশিম খাচ্ছি। তাই এমনি অবস্থায় অসহায় ও এতিম মেয়েটির চিকিৎসা কাজে জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হৃদয়বান, দানশীল ধনী ব্যক্তি, সেবা সংস্থাসহ সরকারের নিকট মানবিক আকুল আবেদন জানাচ্ছি। – যোগাযোগ বা সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ ইসমাঈল হোসেন, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং-৫০০৫/৬ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পল্টন শাখা, পুরানা পল্টন মোড়, ঢাকা-১০০০। মোবাইল বিকাশ করা ঃ ০১৮৫৮১২৩৯৪৮, ০১৮৫৮১২৩৯৪৮। -প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button