বেলুনে করে ছয় দিনে প্রশান্ত মহাসাগর পাড়ি
দুই ব্যক্তি হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনে করে ছয় দিনে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছেন। ‘টু ইগলস বেলুন দল’র সদস্য আমেরিকার ট্রয় ব্রাডলি এবং রাশিয়ার লিওনিদ তিউদিয়ায়েভ শনিবার নিরাপদে মেক্সিকোর সমুদ্র উপকূলে অবতরণ করেছেন।
এ সময় তারা ১৩৭ ঘন্টার বেশি সময় এবং ৫২০৯ মাইলের বেশি পথ অতিক্রম করেন। তারা হিলিয়াম বেলুনে চড়ে সবচেয়ে বেশি সময় আকাশে ভেসে সবচেয়ে বেশি পথ অতিক্রম করার দাবি করেছেন। সবচেয়ে বেশি সময় বেলুনে করে আকাশে ওড়ার রেকর্ড ১৩৮ ঘণ্টা ৪৫ মিনিট এবং অতিক্রম করে ৫২৬০ মাইল। ১৯৮১ সালে ওই রেকর্ড হয়।
টু ইগলস বেলুন টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “বেলুন আরোহীরা বাজা উপকূল থেকে প্রায় চার মাইল দূরে সমুদ্রে নিরাপদে অবতরণ করেছেন। দুই আরোহীই সুস্থ আছেন এবং বেলুনটিও পুরোপুরি ঠিকঠাক আছে।” বেলুন আরোহীরা রোববার জাপান থেকে যাত্রা শুরু করেন। তারা কানাডা বা যুক্তরাষ্ট্রে অবতরণ করতে চেয়েছিলেন। কিন্তু আবহাওয়ার কারণে তারা মেক্সিকোতে অবতরণ করতে বাধ্য হন।
হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন নির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা খুব কঠিন কাজ। বাতাসের বেগের ওপর নির্ভর করে এটি চালনা করতে হয়।
বেলুনের উচ্চতা পরিবর্তন করতে গ্যাস বের করে দেয়া এবং বালিভর্তি ব্যাগ ফেলে দেয়া ছাড়া আর কোন উপায় নেই।