মন্দা কাটিয়ে উঠছে ইউরোজোন
বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের তুলনায় ফ্রান্স এবং জার্মানির অর্থনীতির দ্রুত প্রসার ঘটে দীর্ঘ ১৮ মাসের অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসছে ইউরোজোন। ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাটের দেয়া তথ্যানুযায়ী, ১৭ টি দেশের ব্লক ইউরোজোনে বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ। এ হার অর্থনীতিবিদদের পূর্বানুমানের চেয়ে কিছুটা বেশি।
এপ্রিল থেকে জুনের মধ্যে জার্মানির অর্থনীতি ০ দশমিক ৭ শতাংশ বাড়ার পর ইউরোজোনে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করা হচ্ছিল।
জার্মানির মতো অপ্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে ফ্রান্সও। এ হার ০ দশমিক ৫ শতাংশ।
গ্রিসের মতো ঋণ সঙ্কট জর্জরিত দেশেও দেখা যাচ্ছে আশার আলো। এমনকি ইউরোজোনের সবচেয়ে ছোট এবং দুর্বল অর্থনীতির দেশ পর্তুগালেও অতিদ্রুত ১ দশমিক ১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ওল্লাই রেন বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই ধারা থেকেই এটি স্পষ্ট যে ইউরোপের অর্থনীতি ধীরে ধীরে গতি পাচ্ছে। তবে এতেই আত্মতুষ্টির কোনো কারণ নেই বলেও সতর্ক করেন তিনি।
অর্থনৈতিক সমৃদ্ধির পথে এখনো অনেক বাধা-বিপত্তি আছে। প্রবৃদ্ধির হার এখনো অনেক কম এবং প্রবৃদ্ধির যে লক্ষণ দেখা যাচ্ছে তা অব্যাহত থাকার বিষয়টিও এখনো নিশ্চিত না বলে জানান রেন।