মনস্তাত্ত্বিক লড়াই করবে ব্রিটেন
টুইটার এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর জন্য নতুন একটি বিশেষজ্ঞ বাহিনী গঠন করবে বৃটিশ সেনাবাহিনী। এ বাহিনীকে ২১ শতকের অসম যুদ্ধের উপযোগী করে তৈরি করা হবে এবং রক্তপাতে সরাসরি জড়িত থাকবে না বলে একে ‘নন লেথাল’ বাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির সশস্ত্র তিন বাহিনী থেকে সেনা ও বেসামরিক ব্যক্তিদের নিয়ে এ বাহিনী গঠন করা হবে। বৃটেনের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা বলেছেন, যুদ্ধের প্রকৃতি বদলে যাচ্ছে এবং বৃটিশ বাহিনীকে তার সঙ্গে খাপ খাওয়ানোর উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এ ছাড়া, ইরাক থেকে ইউক্রেন পর্যন্ত লড়াইয়ের মধ্য দিয়ে এ কথাই স্পষ্ট হয়ে গেছে যে বিমান, কামান বা ট্যাংকের মতো তথ্য যুদ্ধেরও অসীম গুরুত্ব রয়েছে; জনগণের মন ও মানসিকতাকে যুদ্ধের অনুকূলে আনার প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠেছে। আগামী এপ্রিল মাস থেকে এ বাহিনী আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এবং নিউবারির বার্কশেয়ারের হারমিটেজের কাছে এ বাহিনীর ঘাঁটি হবে। অবশ্য এ বাহিনীর সদস্য সংখ্যা কতো হবে তা এখনো জানা যায়নি।