চার শ’ দিন পর আল জাজিরার সাংবাদিক মুক্ত

Al Jazeraআল জাজিরার সাংবাদিক পিটার গ্রেস্তকে মুক্তি দিয়েছে মিসর। মুক্তির পর মিসর থেকে সাইপ্রাসে পৌঁছেছেন তিনি। মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে অস্ট্রেলিয়ার নাগরিক গ্রেস্তসহ তিনজন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছিলেন মিসরের একটি আদালত।
চার শ’ দিন কারারুদ্ধ থাকার পর মুক্ত হয়ে সাইপ্রাসে পৌঁছেছেন গ্রেস্ত। সেখান থেকে নিজের দেশ অস্ট্রেলিয়ায় আসবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গ্রেস্তর মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়েছে আল জাজিরা।
তবে তার অন্য দুই সহকর্মী মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদ- যারা এখনো দেশটিতে আটক আছেন তাদের মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি।
জানা গেছে, কানাডা ও মিসরের দ্বৈত নাগরিক মোহাম্মদ ফাহমিকে হয়তো কানাডার কাছে হস্তান্তর করা হতে পারে। কিন্তু আরেকজন বন্দী মোহাম্মদকে নিয়ে দুশ্চিন্তা এখনো রয়েই গেছে।
মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করার পর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির সামরিক শাসক। ব্রাদারহুডকে সহযোগিতা করার অভিযোগেই পিটার গ্রেস্তসহ অন্যদের আটক করা হয়েছিল।
কিন্তু আন্তর্জাতিক সমালোচনার মুখে গত মাসেই ওই রায়টি পুনর্বিচারের আদেশ দিয়েছিলেন মিসরের একটি আদালত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button