ব্রিটিশরা ইরানের চেয়ে বেশি অপছন্দ করে ইসরাইলকে
ব্রিটিশরা ইরানের চেয়েও বেশি অপছন্দ করে ইসরাইলকে। এর মাধ্যমে গত দুই বছর ধরে ইহুদি দেশটির বিরুদ্ধে ব্রিটিশদের বিরূপ মনোভাবই ফুটে ওঠল। অবশ্য ব্রিটিশদের কাছে ইউরোপের বাইরে সবচেয়ে অপছন্দের দেশ হলো উত্তর কোরিয়া।
থ্রিঙ্ক ট্যাংক চাথাম হাউজের জরিপে দেখা যায়, ৩৫ ভাগ ব্রিটিশ ইসরাইলের প্রতি বিশেষভাবে বিরূপতা পোষণ করে। ২০১২ সালের পর ইসরাইলের প্রতি তাদের বিরূপ মনোভাব বেড়েছে ১৮ ভাগ। আর ইরানের প্রতি বিরূপতা কমে ৪৫ শতাংশ থেকে হয়েছে ৩৩ শতাংশ। তবে ৪৭ ভাগ ব্রিটিশ উত্তর কোরিয়াকে অপছন্দ করে।
ব্রিটিশরা ইউরোপের বাইরে সবচেয়ে অপছন্দ করে এমন পাঁচটি দেশ হচ্ছে যথাক্রমে উত্তর কোরিয়া, ইসরাইল, ইরান, পাকিস্তান ও নাইজেরিয়া।
জরিপটি চালানো হয়েছিল ২০১৪ সালের আগস্টে। ওই সময় ইসরাইল গাজায় হামলা চালাচ্ছিল।
ব্রিটিশদের ৫৬ শতাংশ অপছন্দ করে রাশিয়াকে। ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়ার প্রতি তাদের বিরূপতা বেড়ে গেছে।