শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে জয় পায় লাল-সবুজের দল।
প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় হেমন্ত ভিনসেন্টের একমাত্র গোলে এগিয়ে যায়।
বাংলাদেশ অবশ্য আরো কয়েক গোলে জয়ী হতে পারত। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ওই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারত।