বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের ৮২তম জন্মদিন পালিত
গত রোববার সর্বধর্মীয় সম্প্রীতি সভার আহ্বায়ক, সাবেক সফল প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর ৮২তম জন্মদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পারিবারিকভাবে পালিত হয়। অনুরক্ত আর শুভাকাক্সক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জ্ঞানতাপস দেশ সেরা বহুমাত্রিক গুণের অধিকারী এই গুণিজন। সকাল থেকেই তার গুলশান এক নম্বর এর বাসায় হাজির হন সর্বধর্মীয় সম্প্রীতি সভার যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ড. সুকমল বড়–য়া, সদস্য সচিব শরীফ বায়জীদ মাহমুদ। ঐতিহ্য সংসদ এর আহ্বায়ক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আবুল কাশেম মিঠুন। সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের সদস্য সচিব মোঃ আবেদুর রহমান, সংগঠক যাকিউল হক জাকি, মাহফুজুর রহমান চঞ্চল, আবুল খায়ের ও কবি আফসার নিজাম। এছাড়াও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রায় পুরো দিনব্যাপী তার বাসায় হাজির হন শুভেচ্ছা জানাতে। জাতীয় শিশু-কিশোর সংগঠন “ফুলকুঁড়ি আসর’ এক দল ফুলকুঁড়ি গানে গানে মুখরিত করে রাখে পুরাটা সময়। বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। প্রাইমারী ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পেয়ে ময়মনসিংহ জিলা স্কুল থেকে ১৯৫১ সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন, আনন্দ মোহন কলেজ থেকে আই,এসসি, ও বি,এসসি, ডিগ্রী; সরকারি বৃত্তি নিয়ে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি,এড ও এমএ,ইন এডুকেশন ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম,এ ও এল,এলবি ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়ে এপ্রিল ১৯৯৫ পর্যন্ত সাফল্যের সাথে ঐ দায়িত্ব পালন করে পুনরায় হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ করাকালীন জুন ১৯৯৫ সালে আপীল বিভাগের বিচারক নিযুক্ত হয়ে ১ ফেব্রুয়ারি ১৯৯৯-এ অবসর গ্রহণ করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।