বাংলাদেশ ফোরাম অফ টার্কি’র প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো ইস্তাম্বুলে
তুরস্কে অবস্থারত বাংলাদেশীদের মুখপাত্র হিসেবে ‘বাংলাদেশ ফোরাম অফ টার্কি’ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে তুরস্কের বাণিজ্যিক রাজধানী কনস্টান্টিনোপল খ্যাত ইস্তাম্বুলে। সংগঠনটি গত ৩০-৩১ জানুয়ারি যাত্রা শুরু করে। সম্মেলনে তুরস্কের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশীদের মিলন ঘটে। সম্মেলনে ফোরামের প্রথম কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন যথাক্রমে এফ. পারভেজ এবং এমএইচ রহমান। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এফ. পারভেজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার রুহুল আমীন। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ‘এ ফোরাম তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সেতুবন্ধন হয়ে কাজ করার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির কাজ করবে।’
সম্মেলনে বিদেশী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘দি ইউনিয়ন অফ এনজিওস অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড’-এর সাধারণ সমন্বয়ককারী ইউসুফ কারা এবং ক্ষমতাসীন একে পার্টির যুব শাখার ইস্তাম্বুল বিভাগীয় সহকারী বিদেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আক্তা। সম্মেলন ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে শেষ হয়।