বিবিয়ানা সাহিত্য পরিষদের গুণীজন সম্মান পদক প্রদান
নবীগঞ্জের ঐহিত্যবাহী সংগঠন বিবিয়ানা সাহিত্য পরিষদ ও শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগারের উদ্যোগে গত ১০ জানুয়ারী শনিবার বিকালে নবীগঞ্জের কসবা ফরহাদপুরে নবীগঞ্জ রত্ন সম্মাননা পদক ২০১৫ প্রদান করা হয়।
বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর সভাপতি এম, শহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খায়ের, ৩নং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে-এর যুগ্ম সম্পাদক আবুল হাসনাত আজাদ সোহান, মহাকালগড় বার্তার (রাজশাহী) পত্রিকার সম্পাদক এসএমএ হাসনাত, হবিগঞ্জ সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক এ্যাডঃ এসএম ইলিয়াস, বাংলাদেশ সংস্কৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আহমেদ আবুল কালাম, সিলেটী বাউল শিল্পী গোষ্ঠী (ইউকে)-এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ দেলোওর আলী প্রমুখ।
শাহিনশাহ লিমন-এর মনোমুগ্ধকর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, এনটিভি’র নবীগঞ্জ সংবাদদাতা মুহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক বিবিয়ানার স্টাফ রিপোর্টার মুরাদ আহম্মেদ, বিবিয়ানা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ওলি আহম্মেদ, দীঘলবাক কৃষকলীগ সভাপতি মাস্টার ফজলুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এম, গৌছুজ্জামান চৌধুরী। মানপত্র পাঠ করেন শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগারের সদস্য বদরুল আলম চৌধুরী।
রাত ৮ ঘটিকায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক কবি, সাংবাদিক, গীতিকার, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের অতিথিবৃন্দ ও দর্শক-শ্রোতাদের ব্যাপক করতালির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম আজাদ ছোটনকে নবীগঞ্জ রতœ সম্মাননা পদক ২০১৫ তুলে দেয়া হয়। পরে অনুষ্ঠানে সাহিত্য-শিল্প-সংস্কৃতি ও সমাজ উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪জনকে শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পদক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন সমাজসেবায় নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, নারী নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, শালিস ও বিচার কার্যে ডাঃ আবুল খায়ের, সমাজসেবায় ৩নং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, প্রবাস থেকে সমাজসেবায় যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট-এর যুগ্ম সম্পাদক আবুল হাছনাত আজাদ সোহান, শিক্ষা উন্নয়নে ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমীন, গবেষণায় কবি-সাহিত্যিক দীনুল ইসলাম বাবুল, সংস্কৃতি চর্চায় ইনাতগঞ্জ উজ্জ্বীবন শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক আহমদ আবুল কালাম, আর্ত মানবসেবায় মক্কা ক্লিনিকের সত্ত্বাধিকারী হাজ্বী মনির উদ্দিন, মানবাধিকার বাস্তবায়নে অনলাইন পত্রিকা মহাকালগড় বার্তার সম্পাদক এসএমএ হাসনাত, সাহসী সাংবাদিকতায় জাতীয় পুরস্কার প্রাপ্ত ও দৈনিক সমকাল নবীগঞ্জ প্রতিনিধি এম,এ আহমেদ আজাদ, সমাজসেবায় শাপলা সংঘ সিলেট-এর সভাপতি কামাল হোসেন খান রিপন, আইন পেশায় এ্যাডঃ নজরুল ইসলাম, নির্ভীক সাংবাদিকতায় সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট-এর সম্পাদক আবুল কাশেম রুমন, সাহিত্যে হবিগঞ্জ সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক এ্যাডঃ এস, এম, ইলিয়াছ, নারী সংবাদিকতায় বাংলাদেশ পোয়েটস ক্লাব হবিগঞ্জ শাখার সভাপতি নিলুপা ইসলাম নিলু, ইসলামী সাহিত্যে ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুন নূর, সামাজিক আন্দোলনে ইউনাইটেড সোশ্যাল ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান সৈয়দ আয়েশ মিয়া, সিলেটী বাউল শিল্পী গোষ্ঠী ইউকে-এর সভাপতি দেলোওর আলী, গবেষণা ও ভ্রমণ সাহিত্যে সাদেক আহেমদ (ঢাকা), সমাজসেবায় সিলেট যুব ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন-এর দেলোয়ার হোসেন, তরুণ সংগঠক হিসেবে কবি শুয়াইব আহম্মেদ শিবলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে ন্যাক্কার ও বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনুষ্ঠানস্থলে কালো ব্যানার টাঙ্গিয়ে প্রতিবাদ জানানো হয়।