লন্ডনে মাওলানা নেজাম উদ্দীন (র) স্মরণসভা অনুষ্টিত
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব ও মুহাদ্দীস শায়খুল হাদীস মাওলানা নেজাম উদ্দীনের (র) স্মরনে “জীবন ও কর্ম শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ,কে এর উদ্যোগে রোববার (১লা ফেব্রুয়াবী )বিকাল ৫টায় পূর্ব লন্ডনের ওয়াটার লিলি মিলনায়তনে অনুষি।টত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সভায় মাওলানা ফয়েজ আহমদ, আলহাজ মাওলানা আতাউর রহমান, মাওলানা সালেহ আহমদ সহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা বলেন, মাওলানা নেজাম উদ্দীন ইসলামী শিক্ষা ও ইসলামিরিাজনৈতিক ময়দানের এক বীর সিপাহ সালার ছিলেন। তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। তার সুযোগ্র নেতৃত্বে হাজারো ইসলামী আন্দোলনের কর্মী সুষ্টি হয়েছে।