আজাদদ্বীনী এদ্বারার ৯৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা গঠন
দেশের প্রাচীনতম কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আজাদদ্বীনী এদ্বারায়ে তালিম বাংলাদেশ’ এর মজলিসে শুরা (কার্যানির্বাহী কমিটি) গঠন করা হয়েছে । শনিবার ৩১ জানুয়ারী সিলেট সোবহানী ঘাটস্থ বোর্ড কার্যালয়ে প্রায় পাচঁ শতাধিক মাদ্রাসার প্রতিনিনিধিদের উপস্থিতিতে পরমের্শের ভিত্তিতে ৫ বছর মেয়াদী ৯৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা গঠন করা হয়। বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী সিলেটরিপোর্টকে জানান, এদারার সংবিধান অনুয়ায়ী আগামী ৫ বছরের জন্য মজলিসে শুরা গঠন করা হয়েছে। ৯৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা বা কার্যনির্বাহী কমিটির মধ্রে রয়েছেন, সভাপতি- শায়খুল হাদীস আল্লামা হোসাইন আহমদ বারকুটি,
সিনিয়র সহসভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহসভাপতি মুফতি শফিকুল আহাদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী,সহকারী সেক্রেটারী মাওলানা শায়খ আব্দুল বছির। বার্ষিক রিপোর্ট পেশ করেন মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী। লিখিত প্রতিবেদনটি সকলের হাতে হাতে পৌছে দেওয়ায় সহজ ভাবেই নিজ চোখে আয়-ব্যয় জানতে পারলেন সকলেই। তবে ঐ প্রতিবেদনের কোথাও ডা: র্মুতাজা চৌধুরী , শায়খে কৌড়িয়া, ফখরুদ্দীন শায়খে গলমুকাপনী (র) এর নাম উল্লেখ না থাকা অনেকেই দু:খ জনক বলে মন্তব্য করেছেন।
জানাগেছে, উক্ত বোর্ডের অধিনে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় পরীক্ষায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জের ৩৫টি সেন্টারে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার নয়শত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
উল্লেখ্য , ১৯২৪ সালে শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানী (র) এর নির্দেশনায় ও ডা: মুর্তাজা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।