পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান

Raadপরমাণু বোমা বহনে সক্ষম ‘রাদ’ বা বজ্র নামের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে পাকিস্তান। সাড়ে তিনশ কিলোমিটার পাল্লার আকাশ থেকে ছোঁড়ার উপযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা এএলসিএম’এর রাডার ফাঁকি দেয়ার বা স্টিলথ সক্ষমতা আছে। পরমাণু এবং প্রচলিত উভয় বোমা বহনের উপযুক্ত ‘রাদ’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর বিবৃতিতে জানানো হয়েছে। পাক স্ট্রাটেজিক প্ল্যান ডিভিশনের মহা পরিচালক লে.জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত জানিয়েছেন, ‘রাদ’ দেশটির পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকে রাডার কেন্দ্র, কমান্ড পোস্টের মতো স্থায়ী লক্ষ্যবস্তুর ওপর ‘রাদ’ দিয়ে হামলা চালানো যাবে।
চীন বা ইউরোপে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ৫’এর পরীক্ষা ভারত চালানোর পরই ‘রাদ’এর পরীক্ষা চালাল পাকিস্তান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button