হাটখোলা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন ক্ষমতা পাওয়ার নেশায় বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের এই নৈরাজ্য প্রতিরোধ করতে জনগণকে সাথে নিয়ে আওয়ামী নেতাকর্মীদেরকে ঝাপিয়ে পড়তে হবে।
তিনি গতকাল সোমবার বিকেলে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মশাহিদ আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এড. শাহ মশাহিদ আলী, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রোকনুজ্জামান চৌধুরী ঠান্ডা মিয়া, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সহ-সভাপতি মোঃ মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক ফারুক খান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক নান্টু চন্দ, আফতাব সিরাজী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মখলিছর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন সভাপতি শাহাব উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন সভাপতি মছদ্দর আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগ নেতা তাজউদ্দিন, শাহ মোঃ হেলাল, ছাত্রলীগ নেতা মনোওয়ার হোসেন লিটু, ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিব হোসেন কল্লোল, আলমগীর হোসেন, মবশ্বির আলী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বদিউজ্জামান পাখি।
উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ আরো বলেন, সদর উপজেলায় বিগত ৬ বছরে যে উন্নয়ন হয়েছে তা কল্পনার বাইরে। বিশেষ করে হাটখোলা, জালালাবাদ ইউনিয়নের যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যে এলাকা থেকে শহরে যেতে হলে অর্ধবেলা সময় গেলে যেতো, এখন মাত্র ২৫/৩০ মিনিটে শহরে যাওয়া যায়। এই এলাকার প্রসূতি মহিলারা মেডিকেলে পৌছার আগেই রাস্তায় মারা যেতো। এখন আর সে অবস্থা নেই। এ অঞ্চল এখন শহরে পরিণত হচ্ছে। উল্লেখ্য, ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি হাজী মশাহিদ আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান (পুনরায়) ও সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ (নব) নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি