আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে ১,০০০ ইসরাইলি

Al Aqsaইসরাইলের প্রায় এক হাজার অবৈধ বসতি স্থাপনকারী মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে।
আল-আকসা ফাউন্ডেশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, শুধু জানুয়ারি মাসে ৯৬৫ জন ইসরাইলি বসতি স্থাপনকারী সেনাদের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের এ স্থাপনার পবিত্রতা লঙ্ঘন করে।
এমন সময় ইহুদিরা অবাধে এ ঐতিহাসিক মসজিদে অনুপ্রবেশ করেছে যখন ইসরাইলি সেনারা ফিলিস্তিনি মুসলমানদেরকে ওই মসজিদে নামাজ পড়তে যেতে দেয় না।
ফিলিস্তিনের প্রায় ৯০ শতাংশ নাগরিক মনে করেন, ইহুদিরা আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে ইহুদি উপাসনালয় নির্মাণ করতে চায়। আর এ লক্ষ্যেই তারা নানা অজুহাতে মসজিদটির পবিত্রতা নষ্ট করছে।
তেল আবিব সরকার গত কয়েক দশকে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে বহু অবৈধ স্থাপনা নির্মাণ করে এখানকার বাহ্যিক আকৃতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। এ ছাড়া, ঐতিহাসিক এ স্থাপনাকে ধ্বংস করার লক্ষ্যে এ মসজিদের তলদেশ দিয়ে টানেল খুঁড়েছে ইহুদিরা।
আল-আকসা মসজিদটি অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের বাইতুল মোকাদ্দাস (জেরুসালেম) শহরে অবস্থিত। মক্কা শরিফের পবিত্র কাবাঘর এবং মদিনায় অবস্থিত মসজিদ উন-নববীর পর বিশ্ব মুসলিমের কাছে আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button