উল্টোপথে গাড়ি চালানোয় ১৪ মাসের জেল
ব্রিটেনে আদালত এক ব্রিটিশকে ব্যস্ত হাইওয়েতে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা উল্টো দিকে চালানোর জন্য ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে। আদালত ২০-বছর বয়স্ক মিচেল লক-কে তিন বছরের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করে।
সেপ্টেম্বর মাসের ৪ তারিখে হাইওয়ে এজেন্সির পর্যবেক্ষণ ক্যামেরায় ধারণ করা ভিডিও-তে দেখা যায় লকের কালো বিএমডব্লিউ গাড়ি দ্রুত গতিতে হাইওয়ের সংরক্ষিত অংশ দিয়ে উল্টো দিকে যাচ্ছে।
গাগিটি মাঝে মাঝে অন্য দিক থেকে আসা যানবাহনের মুখোমুখিও হয়েছে।
একপর্যায়ে মনে হলো তিনি খুব অল্পের জন্য একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যান।
পুলিশ বলছে, তারা ঘটনা সম্পর্কে অবগত হয় যখন অনেক গাড়িচালক হাইওয়ে থেকে তাদের ফোন করে জানান তারা লক-কে উল্টা পথে চলতে দেখেছেন। কয়েকজন বলেন দুর্ঘটনা এড়াতে তাদেরকে উল্টো পথ দিয়ে আসা গাড়ির জন্য সরে যেতে হয়েছে।
লক অবশেষে পাশের রাস্তা দিয়ে আসা দুটি গাড়ির মধ্যে ঢুকে পড়েন।
“প্রায় ১০ মিনিট ধরে লক গুরুত্বপূর্ণ হাইওয়েতে উল্টা পথে চালিয়েছেন। যেখানে সংরক্ষিত এলাকা ছিল সেখানেও তিনি অন্যদিক থেকে আসা গাড়ির লেনে ঢুকে পরেছেন। এটা খুবই আশ্চর্যের বিষয় যে কেউ আহত হননি,” কেন্ট পুলিশ বিভাগের সার্জেন্ট রব ডেল বলেন।
সাজা শেষ হবার পর লককে আবার গাড়ি চালানোর জন্য নতুন করে ড্রাইভিং টেস্ট নিতে হবে।