বাংলাদেশ থেকে ২০ লাখ কর্মী নেবে সৌদি আরব
বাংলাদেশ থেকে ২০ লাখ কর্মী নেবে সৌদি আরব। এরমধ্যে পাঁচ লাখ নারীকর্মীসহ রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলী, সেবিকা ও গাড়িচালক। বৃহস্পতিবার সৌদি আরবভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল শহীদুল করিম এবং সৌদি শ্রম মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে ‘২০ লাখ কর্মী পাঠাচ্ছে ঢাকা’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সৌদির শ্রমবাজারে কর্মী নিয়োগের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে বাংলাদেশ এ ২০ লাখ কর্মী পাঠাচ্ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, কর্মীদের প্রশিক্ষণ দিতে ৬৪টি কেন্দ্রও স্থাপন করে বাংলাদেশ।
শহীদুল করিম বলেন, স্থাপিত এই ৬৪টি কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ লাখেরও বেশি মানসম্পন্ন কর্মীর তালিকা তৈরি করে ফেলেছি আমরা। আগামী কয়েক দিনের মধ্যেই সৌদি শ্রম মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে গিয়ে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করবে বলে জানান কনসাল জেনারেল।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের সূত্রও বিষয়টি নিশ্চিত করে জানায়, বাংলাদেশ সরকার তাদের জানিয়েছে ঢাকা থেকে পাঁচ লাখ নারীকর্মী সৌদি যেতে প্রস্তুত। একইসঙ্গে সৌদি কর্মী নিয়োগের যে সুযোগ আবার উন্মুক্ত করেছে তা পূরণ করতেও ঢাকা রাজি হয়েছে।