পুলিশ নিয়ে গেল কাদের সিদ্দিকীর মঞ্চ
মতিঝিলে কৃষক-শ্রমিক-জনতা লীগের অবস্থান মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে পুলিশ এসে অবস্থান কর্মসূচির অস্থায়ী মঞ্চ ভেঙে দেয় এবং ব্যানার-ফেস্টুনগুলো নিয়ে যায়।
কৃষক-শ্রমিক-জনতা লীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের আহ্বায়ক হাবীব উন সোহেল জানান, কাদের সিদ্দিকীসহ অন্যান্য নেতাকর্মীরা জুমার নামাজ পড়তে গেলে সেই সুযোগে পুলিশ এসে অস্থায়ী মঞ্চ ভেঙে দেয়। ব্যানার, ফেস্টুন নিয়ে যায়।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলী বলেন, কাদের সিদ্দিকী পুলিশের কাছে অনুমতি না নিয়ে মতিঝিলে অবস্থান করছিল।
এর আগে বৃহস্পতিবার রাতে, কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে ৬ জনকে আটক করে পুলিশ।