৭৫ মিলিয়ন ডলার দান করলেন জাকারবার্গ দম্পতি
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী ড. প্রিসিলা চ্যান সানফ্রানসিসকো জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই কোন হাসপাতালের পাওয়া সবচেয়ে বড় ব্যক্তিগত অনুদান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুদানের টাকা নিবিড় পরিচর্যা কেন্দ্র ও ট্রমা সেন্টারে ব্যয় করা হবে। শুক্রবার চ্যান একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘রোগীদের সেবা দিতে আমার সহকর্মীদের নিরলস প্রচেষ্টা আমাকে ভাবায়।’ এই অনুদান দিতে পেরে জাকারবার্গ দম্পতি গর্বিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।