ইউরোপ-আমেরিকার অর্থনৈতিক মন্দা আরো গভীর হচ্ছে
আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ বলেছে, ইউরোপের অর্থনৈতিক মন্দা জোরদার হয়েছে এবং আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে গেছে।
আইএমএফ এক পূর্বাভাসে আরো বলেছে, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাচ্ছে। সংস্থাটির রিপোর্টে এসেছে, আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হতাশাজনকভাবে কমে গেছে। এ ছাড়াও ইউরোপের অর্থনৈতিক মন্দাও তীব্রতর হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তিন দশমিক এক হবে বলে আশা করা হচ্ছে এবং আগামী বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক আটের কাছাকাছি হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি বছর আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হ্রাসের মাত্রা এক দশমিক ৭ শতাংশ হবে বলে আইএমএফ উল্লেখ করেছে। ইউরোপে অর্থনৈতিক মন্দা জোরদার হওয়ায় এই অঞ্চলে প্রবৃদ্ধির হার দশমিক ৬ শতাংশ কমে যাবে বলে সংস্থাটি উল্লেখ করেছে।