বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে না পারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা

Suranjitবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে না পারাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অমার্জনীয় ব্যর্থতা বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
মন্ত্রী বলেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা সত্ত্বেও আমরা এখনো বঙ্গবন্ধুর খুনিদের অনেককে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে পারিনি। এটা নিয়ে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী যত বলেছেন তার চেয়ে বেশি বলেছেন উপদেষ্টা। এটা পররাষ্ট্র মন্ত্রনালয়ের অমার্জনীয় ব্যর্থতা।
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘জামায়াতের অবৈধ হরতাল, বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র- সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, এখনো বলা হচ্ছে কূটনৈতিক তৎপরতা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব বঙ্গবন্ধুর খুনিদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আক্তার, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, কৃষক লীগ নেতা নাজির মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ফাতেমা জামান সাথী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button