আইসিসিতে মামলা দেখভালে কমিটি গঠনের নির্দেশ আব্বাসের
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যেসব মামলা করা হবে, সেগুলো দেখভালের জন্য গত শনিবার একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এ পদক্ষেপ দখলদার ইসরায়েলকে আবারও খেপিয়ে তুলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর আল জাজিরার।
ফিলিস্তিন গত মাসে আনুষ্ঠানিকভাবে আইসিসিতে যোগ দেয়। এর মধ্য দিয়ে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরে সমর্থ হবে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, প্রধান আলোচক সায়েব এরাকাতের নেতৃত্বে কমিটিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। আব্বাসের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি আরও জানায়, ফিলিস্তিন রাষ্ট্র আইসিসির কাছে যেসব ডকুমেন্ট ও রেকর্ড উপস্থাপন করবে, কমিটি সেসব চিহ্নিত ও প্রস্তুত করবে। আইসিসির কৌঁসুলি ফাতাও বেনসৌদা ১৬ জানুয়ারি ফিলিস্তিনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। গত বছরের গাজা যুদ্ধের বিষয়ও এতে অন্তর্ভুক্ত থাকছে। গত বছর জুলাই ও আগস্টের ৫০ দিনের যুদ্ধে প্রায় ২ হাজার ২০০ ফিলিস্তিনি ও ৭৩ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইসিসির কৌঁসুলি ফাতাও বেনসৌদার এ উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।