তরুণদের মৌলবাদে ঝোঁক বিপজ্জনক : ব্রিটিশ যুবরাজ
ব্রিটিশ যুবরাজ চার্লস তরুণদের মৌলবাদের দিকে ঝোঁকার প্রবণতাকে ‘বিপদ সংকেত’ ও ‘মহাদুশ্চিন্তার কারণ’ বলে বর্ণনা করেছেন। তিনি বিভিন্ন ধর্ম বিশ্বাসের মধ্যে ‘সেতু’ গড়ার চেষ্টা করবেন বলেও আশা প্রকাশ করেন। রোববার বিবিসির রেডিও টু-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন চার্লস। মধ্যপ্রাচ্যে ৬ দিনের সফরে তিনি এখন জর্ডানে রয়েছেন। চার্লস গত শনিবার রাতে জর্ডানের রাজধানী আম্মান পৌঁছান। দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
এর আগে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন এ যুবরাজ। তিনি বলেন, আমরা প্রায়ই ভুলে যাই যে, এ মধ্যপ্রাচ্যেই খ্রিস্টান ধর্মের উৎপত্তি। আমি খ্রিস্টান ও সব ধর্মের মধ্যে সেতুবন্ধ তৈরির জন্য কাজ করে যেতে চাই।