সৌদি আরব সফরে জাতিসংঘ প্রধান
জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার সৌদি আরব পোঁছেছেন। বাদশাহ সালমানের ক্ষমতা গ্রহণের পর এ প্রথম রিয়াদ সফরে গেলেন মুন। উল্লেখ্য গত মাসে সৎ ভাই আবদুল্লাহর মৃত্যুর পর বাদশাহ সালমান ক্ষমতা গ্রহণ করেন।
দৈনিক আশশারক আল আসওয়াত জাতিসংঘে সৌদী প্রতিনিধি আবদুল্লাহ আল মুয়াল্লামাইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, দুইদিনের সফরকালে বান আবদুল্লাহর মৃত্যুতে নতুন বাদশাহর কাছে শোক প্রকাশ করবেন। এছাড়া উভয়ে ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনসহ আঞ্চলিক সঙ্কট নিয়ে আলোচনা করবেন। তিনি আরো জানান, উভয়ে ইরাক ও সন্ত্রাসবিরোধী লড়াই নিয়েও কথা বলবেন। সৌদি আরব সফর শেষে বান কি মুন সংযুক্ত আরব আমিরাত যাবেন।